রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১
The Daily Post

রূপগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষ্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি  আইয়ুব খানকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। 

গত শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গ্রেপ্তার আইয়ুব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষদের হয়রানি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূল হোতা ছিল। 

তার বিরুদ্ধে থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১৮ জানুয়ারি (শনিবার) বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

টিএইচ